চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা 

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৩:৫৭:০৯ প্রিন্ট সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আতাউল্লাহ (৫০) নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উখিয়া বালুখালী ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ওই ক্যাম্পের এ বক্লের হেড মাঝির দায়িত্বে ছিলেন। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন।

তিনি জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ওই ক্যাম্পে ঘরে ফেরার পথে দুষ্কৃতকারীরা আতাউল্লাহকে কুপিয়ে চলে যায়। আাশপাশের লোকজন তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলেছে। 

উখিয়া ক্যাম্পের মোহাম্মদ আলম জানান, আতাউল্লাহ মাঝি ক্যাম্পে আরসাবিরোধী ছিলেন। তাদের তথ্য আইনশৃঙ্খলাবাহিনীকে দিয়ে সহযোগিতা করতেন। হয়তো সেই কারণে তাকে আরসার লোকজন হত্যা করেছে। ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় রোহিঙ্গারা আতঙ্কে রয়েছেন। 

আরও খবর

Sponsered content

Powered by