দেশজুড়ে

উজিরপুরে কৃষকের মাঝে বোরো ধান কাঁটতে  রিপার মেশিন বিতরণ করেন এমপি

  প্রতিনিধি ৬ মে ২০২০ , ৪:৪৬:১৩ প্রিন্ট সংস্করণ

এসএম ওমর আলী সানি,আগৈলঝাড়া(বরিশাল): বরিশালের উজিরপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার ১১টায় উপজেলা চত্তরে বোরো ধান কাটার জন্য ৮টি রিপার মেশিন বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য বরিশাল আসনর মোঃ শাহে আলমএমপি সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণতী বিশ্বাস, পৌর মেয়র উপজেলা লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার সহ কৃষক ভাইয়েরা

কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার জানান চলতি বোরো ধান কাঁটার জন্য ৮টি রিপার মেশিন যাহার প্রতিটির মূল্য লক্ষ ৮০ হাজার টাকা সরকার প্রতিটি মেশিনে ৫০% ভর্তুকি দিয়ে কৃষকের কাছ থেকে ৯০ হাজার টাকায় মেশিন বিতরণ করেছে

এছাড়া কিছুদিন পূর্বে সাতলা এলাকার কৃষক রফিকুল ইসলামে কাছে ২০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ধান কাটার জন্য একটি কম্বাইন্ড হার্ভেস্টর মেশিন এবং আরো একটি রিপার মেশিন বিতরণ করা হয়েছে মেশিনটিতেও সরকার ৫০% ভর্তুকী দিয়েছে এছাড়া উপজেলা কৃষি দপ্তরের নিজস্ব অর্থায়নে ৪শত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে

আরও খবর

Sponsered content

Powered by