চট্টগ্রাম

উন্মুক্ত হলো মুরাদপুরের কালভার্ট

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ

উন্মুক্ত হলো মুরাদপুরের কালভার্ট

দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর অবশেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে নগরের মুরাদপুর- অক্সিজেন সড়ক। মুরাদপুর মোড়ে চশমা খালের ওপর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় এতদিন বন্ধ ছিল সড়কটি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ নবনির্মিত এ কালভার্ট উদ্বোধন করেন। এ সময় সিডিএ’র বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, প্রকৌশলী মোঃ মুনির উদ্দিন আহমদ, মোঃ ফারুক, অ্যাডভোকেট জিনাত সোহানা, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্ ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রায় ২১ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার প্রস্থ কালভার্টটি নির্মাণে খরচ হয়েছে সাড়ে ৪ কোটি টাকা। এর মধ্যে ৩ কোটি টাকা মূল ব্রিজ নির্মাণ এবং বাকি দেড় কোটি টাকা খরচ হয় পাইপলাইন সরাতে।

আরও খবর

Sponsered content

Powered by