দেশজুড়ে

উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুরে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ৮:০৩:০৯ প্রিন্ট সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুরে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ময়মনসিংহের গৌরীপুরে (২১ এপ্রিল) রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে যে ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, গৌরীপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাশার।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদেও চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা হারুণ উর রশিদ পবিত্র, জাতীয় পার্টির নেতা জহিরুল হুদা লিটন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, ছাত্রলীগ নেত্রী পরশমনি, নিলুফার ইয়াসমিন, তাসলিমা আক্তার কলি, মহিলা আওয়ামী লীগ নেত্রী নুরজাহান আক্তার এবং ফেরদৌসী নাসরিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ২১ মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সকলেই আশা করছেন দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় উপজেলা পরিষদ নির্বাচন খুব জাঁকজমক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।

আরও খবর

Sponsered content

Powered by