রংপুর

উলিপুর পৌরসভায় অসহায় দুঃস্থ মানুষের মধ্যে চাল বিতরণ

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ৩:৪৫:৩৬ প্রিন্ট সংস্করণ

উলিপুর পৌরসভায় অসহায় দুঃস্থ মানুষের মধ্যে চাল বিতরণ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে উলিপুর পৌরসভা চত্বরে চাল বিতরণ উদ্বোধন করেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু ও কাউন্সিলরবৃন্দ প্রমুখ। পৌরসভায় ৩ হাজার ৮১ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৩০.৮১০ মে. টন চাল বিতরণ করা হবে। চাল বিতরণ অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮৬ হাজার ৯৬ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by