আন্তর্জাতিক

রাহুল গান্ধী সহ ৭৫ জন কংগ্রেস সাংসদকে আটক করল দিল্লি পুলিশ

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ৭:১৭:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) দিল্লিতে বিক্ষোভের সময় পুলিশ তাকে আটক করে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, জিএসটি বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়।

রাহুল গান্ধী সহ ৭৫ জন কংগ্রেস সাংসদ এদিন আটক হয়েছেন। রাহুল, সেখানে উপস্থিত সংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ দেশ পুলিশ স্টেট, আর মোদী হচ্ছেন রাজা। ’ উল্লেখ্য, এদিন সংসদভবন থেকে রাষ্ট্রপতি ভবনের মাঝের রাস্তায় ধরনায় যোগ দেন রাহুল। ছিলেন কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা। তখনই তাঁদের বিজয় চকের সামনে আটক করে পুলিশ। তোলা হয় পুলিশের বাসে। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে বলেন, ‘আমরা পুলিশের দেওয়া বিধি মেনেই প্রতিবাদ করছি। এই সমস্ত কিছুই মোদী ও শাহের ষড়যন্ত্র বিরোধীদের কণ্ঠ রোধের জন্য।’

আরও খবর

Sponsered content

Powered by