আন্তর্জাতিক

একা হয়ে যাচ্ছেন ট্রাম্প

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ১২:০৮:০৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
মার্কিন নির্বাচনের শেষ ৬ অঙ্গরাজ্যের ভোট গণনা শেষের পথে। এতে ফলাফল সামনে আসছে তাতে হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন জানাচ্ছে, হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের অন্যতম এক উপদেষ্টা সিএনএনের কাছে নির্বাচনের দৌড়ে ‘সব শেষ’ বলে মন্তব্য করেছেন। এদিকে ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই উপদেষ্টার দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের সম্মেলন কক্ষে মিথ্যা বিবৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এর পর ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা তাঁদের বিভাগীয় প্রধানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের আরেক উপদেষ্টা জানান, চুরি হয়ে যাওয়া নির্বাচনের দাবি তুলে একা হয়ে যাচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনে কারচুপি হওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রাম্প এখানে একা’।

আরও খবর

Sponsered content

Powered by