বাংলাদেশ

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগ নেতাকর্মীদের উচ্ছ্বাস

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ৫:১৮:৩৬ প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগ নেতাকর্মীদের উচ্ছ্বাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় আসতে থাকেন নেতাকর্মীরা। বিকেলে নাম ঘোষণার পরই শুরু হয় স্লোগান।  ‘জয় বাংলা’, ‘নৌকা’ স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র থেকে পূর্বেই সিগনাল পেয়ে নেতাকর্মীদের বহর নিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। এমনকি কাঙ্ক্ষিত ঘোষণা পেয়ে উৎসব-আনন্দে মেতে ওঠেন তারা। 

চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নাম ঘোষণার পরই ‘মায়া ভাই’, ‘মায়া ভাই’ স্লোগান দিতে থাকেন চাঁদপুর থেকে আসা নেতাকর্মীরা।

এ সময় আব্দুর রহিম দেওয়ান নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবলীগ নেতা ঢাকা পোস্টকে বলেন, আজকে আমাদের ঈদের দিন। প্রধানমন্ত্রী আমাদের ওপর আস্থা রেখেছেন, আমরা ওনাকে চাঁদপুর-মতলব আসন উপহার দেব ইনশাআল্লাহ।

রফিকুল ইসলাম রিপন নামে আরেক স্থানীয় নেতা বলেন, আসন্ন নির্বাচনে চাঁদপুর-মতলবের একক নেতা মায়া ভাই, তিনি মনোনয়ন পেয়েছেন মানেই এই আসনে আওয়ামী লীগের জয় হয়ে গেছে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

সরেজমিনে দেখা গেছে, বাহারি রঙের টি শার্ট পরে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে তিল ধরার ঠাঁই নেই আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন গুলিস্তান-পল্টন এলাকায়।

আরও খবর

Sponsered content

Powered by