স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৭:৩৫:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৫ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯৩৭ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৫ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৮৪৫ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৯১০ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৫২২ জন ঢাকার এবং ২ হাজার ৪১৫ জন ঢাকার বাইরে।

আরও খবর

Sponsered content

Powered by