আন্তর্জাতিক

কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ১:১৯:২২ প্রিন্ট সংস্করণ

রয়টার্স

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ানোর পর কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার।

বুধবার (১৬ ডিসেম্বর) থেকে দেশটিতে স্কুল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকবে। লকডাউন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

আসন্ন বড়দিনের কেনাকাটার সময় একে অপরের সংস্পর্শে আসায় ভাইরাসে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে বলে ধারণা করছে দেশটির সরকার।

সর্বশেষ তথ্য আনুযায়ী, জার্মানিতে নতুন করে আরও ২০ হাজার ২০০ জন সংক্রমিত হয়েছে এবং ৩২১ জন মারা গেছে।

যদিও জার্মানিতে রেস্টুরেন্ট,বার এবং অবকাশ কেন্দ্রগুলো নভেম্বর থেকে বন্ধ আছে এবং কিছু এলাকাও আগে থেকেই লকডাউন অবস্থায় রয়েছে। আর নতুন করে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলেও খাবারের দোকান, ব্যাংক, এবং ক্রিস্টমাস ট্রি’র দোকান খোলা থাকবে।

এছাড়া দেশটির প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে, তারা যাতে করে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ করে দেয়।

এদিকে শুধু বড়দিন নয়, নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য জার্মানিতে যে বিশাল আয়োজন করা হয়, সেখানেও থাকছে নানা বিধি নিষেধ। এ উপলক্ষ্যে দেশটিতে আতশবাজি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জনসমাগম স্থলে মদ্যপান করা নিষেধ করা হয়েছে।

দেশটির অর্থমন্ত্রী বলেছেন, যেসব ব্যবসা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে প্রতিমাসে সরকার থেকে সর্বোচ্চ ৫ লাখ ইউরো সাহায্য করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by