আন্তর্জাতিক

করোনার চিকিৎসায় নতুন ‘অস্ত্র’ হাতে পেল ভারত!

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৯:১৯:৫৯ প্রিন্ট সংস্করণ

করোনার চিকিৎসায় নতুন ওষুধ বাজারে ছাড়ল ভারতের প্রথম সারির ফার্মাসিউটিক্যাল সংস্থা সিপলা। করোনার চিকিৎসায় নতুন শক্তিশালী ওষুধ সিপলা ইতিমধ্যেই লঞ্চ করেছে সংস্থা। সূত্রঃ জি নিউজ।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্য বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি পেলো ভারত।

জানা গিয়েছে, এই ওষুধটি COVID-19 সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশু ও প্রাপ্ত বয়স্ক রোগীদের চিকিৎসায় প্রয়োগের অনুমতি পেয়েছে। যে সমস্ত রোগীকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে, তাঁদের ক্ষেত্রেই এই ওষুধ সবচেয়ে বেশি কার্যকর হবে বলে দাবি সংস্থার। Cipremi হল ১০০ মিলিগ্রামের একটি ইনজেকশন যা প্রথম দিন রোগীকে দু’বার (২০০ মিলিগ্রাম) আর তার পর প্রতিদিন এক ডোজ (১০০ মিলিগ্রাম) বা একবার করে ইনজেকশন দেওয়া হবে পর পর মোট পাঁচ দিন। পাঁচ দিন দেওয়ার পর Cipremi-এর ‘কোর্স’ সম্পূর্ণ হবে।

মনে করা হচ্ছে, Cipremi-এর এই ১০০ মিলিগ্রামের এক একটি ইনজেকশনের দাম মোটামুটি ৫,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা। তবে সংস্থার পক্ষ থেকে এর দাম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

আরও খবর

Sponsered content

Powered by