আন্তর্জাতিক

দ্বিতীয় দফায় অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান-আর্মেনিয়া

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২০ , ১২:০৬:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

দ্বিতীয় দফায় অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান-আর্মেনিয়া। তবে চুক্তির কিছুক্ষণের মধ্যেই আজারবাইজানের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ করেছে আর্মেনিয়া।

শনিবার ফ্রান্স ও রাশিয়ার উদ্যোগে মানবিক কারণে অস্ত্রবিরতির সিদ্ধান্ত জানায় বিবদমান দেশ দু’টি। শনিবার স্থানীয় সময় রাত আটটা থেকে কার্যকর হয় চুক্তি।

তবে আর্মেনিয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, চুক্তির চার মিনিটের মাথায়, রকেট ও গোলাবারুদ ছোড়ে আজারবাইজান।

গত সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তির পরও অব্যাহত ছিল দু’দেশের সংঘাত। উভয় দেশই চুক্তিভঙ্গের অভিযোগ তোলে একে অপরের বিরুদ্ধে। সংঘাত নিরসনে মস্কোর তরফ থেকে আবারও আহ্বান জানানো হয় দু’দেশকে। মধ্যস্থতায় এগিয়ে আসে ফ্রান্সও। আর্মেনিয়া-আজারবাইজানকে নতুন চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে প্যারিস।

আরও খবর

Sponsered content

Powered by