বাংলাদেশ

কর্মকৌশল ঠিক করতে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২১ , ৫:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পরবর্তী কর্মপন্থা ঠিক করতে ধারাবাহিক বৈঠক করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশই হিসেবে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে দলটির হাইকমান্ড। 

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বৈঠক উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিন দিনব্যাপী মতবিনিময় সভায় প্রথম দিন গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বৈঠকে বিএনপির ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতিরা অংশগ্রহণ করেন।

dhakapost

বৈঠকে শুরুতে দলীয় নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সভা পরিচালনা করছেন পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

আজকের বৈঠকে চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগের বিএনপি নির্বাহী কমিটির ৮৫ জন সদস্য অংশ নিয়েছেন।

সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন আবদুল খালেক, রফিক শিকদার, মঞ্জুরুল আহসান, জাহাঙ্গীর আলম, মমিনুল হক, এস এম কামাল উদ্দিন চৌধুরী, মোস্তফা খান সফরী, মাহবুব ইসলাম মাহবুব কাজী রফিক, শেখ মো. শামীম, খন্দকার মারুফ হোসেন, একরামুল হক বিপ্লব, সাবরা,আলাউদ্দিন হেনা, জিয়াউদ্দিন, সালাউদ্দিন ভূইয়া শিশির, জিল্লুর রহমান, সিরাজুল হক,রশিদুজ্জামান মিল্লাত, সুলতান মাহমুদ বাবু, মাহমুদুল হক রুবেল, ইকবাল হোসেন, রফিককুল ইসলাম ইলালী, লায়লা বেগম, শামসুজ্জামান মেহেদী, আরিফা জেসমিন, রাবেয়া আলী, ডাক্তার আনোয়ার হোসেন, মোতাহার হোসেন তালুকদার, মো. ইকবাল, মিজানুর রহমান চৌধুরী, আরিফুল হক চৌধুরী, শাহরিয়ার হোসেন চৌধুরী, আবু কাহেরে শামীম, শাহ মোস্তফা, মজিবুর রহমান, হাসনা আক্তার সানু, গোলাম হায়দার, কাজী মফিজুর  রহমান, ফোরকান ই আলম, সাচিং প্রু জেরী,মামুনুর রশিদ মামুন, হুমম কাদের, ডাক্তার মাজহারুল ইসলাম, সুশীল বড়ুয়া, মশিউর রহমান, ডাক্তার শাহাদাত হোসেন, আবু সুফিয়ান, ন্যামাসিং মাহফুজল্লাহ ফরিদ প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by