রাজশাহী

নন্দীগ্রামে বাড়ির আঙিনায় গাঁজার গাছ

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২০ , ৪:২০:৩১ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

নিজ বাড়ির আঙিনায় দুটি গাঁজার গাছ রোপণ করেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার খেংশহর গ্রামের ফেরদৌস আলম (৪৫)। তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর গ্রামের চান মিয়ার ছেলে। সোমবার সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার খেংশহর গ্রামের ফেরদৌস আলম নামে এক দিনমজুর প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজার চাষ করছিলেন। দিনে-দিনে বাড়ির আঙিনায় গাঁজার গাছগুলো বেড়ে ওঠে। পরিপক্ক হওয়ার পর সেই গাছের গাঁজাও বিক্রি করা শুরু করবেন। বাড়ির আঙিনায় গাঁজার গাছ রয়েছে, তা বাইরে থেকে কারও বোঝার উপায় ছিল না। তবে শেষ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে যেতে পারেনি।

রোববার রাতে ১০ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ তাকে আটক করেছে পুলিশ। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by