দেশজুড়ে

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় যাত্রীদের ঢল, মানছেননা সামাজিক দুরুত্ব

  প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৪:২০:২৪ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কাঁঠালবাড়িশিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ঢল মেনেছে করোনা পরিস্থিতিতেও কেউ মানছেননা সামাজিক দুরুত্ব লঞ্চ স্পীডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ফেরিতে এদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, শুক্রবার ভোর থেকেই দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ঘাটে পৌঁছে যাত্রীরা কাঁঠালবাড়ি ঘাটে আসছেন পরে পাড়ি দিচ্ছেন সাত কিলোমিটারের এই নৌরুট

কাঁঠালবাড়িশিমুলিয়া নৌরুটে লঞ্চ স্পীডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে ফেরিতে ঘাটের উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশছোটবড় যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কাছ করছে পুলিশ আনসার বাহিনীর সদস্যরা। এদিকে পদ্মায় পানি বাড়ার কারনে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে কাঁঠালবাড়িশিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি মধ্যে চলাচল করছে ১২ থেকে ১৪টি ফেরি

আরও খবর

Sponsered content

Powered by