ক্রিকেট

কাটার মাস্টার নামটা মুছে দিচ্ছেন মোস্তাফিজ

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ১২:৩৮:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

গত দুই ওয়ানডে-তে সাকিব ও মিরাজের ঘূর্ণিজাদুতে ক্যারিবীয়রা কুপোকাত হলেও শুরুতে ব্যাটসম্যানদের হৃদয়ে কাঁপুনিটা ধরিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজই।

দ্বিতীয় ওয়ানডেতে ৮ ওভার বল করে মাত্র ১৫ রানের খরচায় শিকার করেন ২টি উইকেট।  উইন্ডিজ ওপেনার সুনীল আমব্রিসকে বোকা বানিয়ে সাজঘরে তিনিই ফেরান।

প্রথম ওয়ানডেতে মোস্তাফিজেই কাটা পড়েন আমব্রিস।  আর দুইবারই আমব্রিসকে সাজঘরে ফেরাতে নিজের ‘কাটার’ মায়োস্ত্র ব্যবহার করেননি মোস্তাফিজ।  বল দুটি কাটার না হয়ে ভেতরে ঢুকেছিল।

প্রথম ম্যাচে যেমন অ্যামব্রিস আউট হন লেংথ থেকে ভেতরে আসা বলে।  শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে একই জায়গা থেকে বেরিয়ে যাওয়া বলে পয়েন্টে ক্যাচ আউট হন তিনি।  আগের ম্যাচের মতোই বলটা ভেতরে আসবে বলে মনে করেছিলেন আমব্রিস।  ব্যাটের মুখ বন্ধ করে লেগ সাইডে খেলার চেষ্টা করেন। কিন্তু বল বেরিয়ে যাওয়ার সময় আমব্রিসের ব্যাটের কাঁধ ছুঁয়ে পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ হয়ে যায়।

কাটার না করেও মোস্তাফিজের এ উইকেট পাওয়ার বিষয়টি অভিনব ও ইতিবাচক।  কারণ বিশ্লেষকদের মতে, ‘কাটার মাস্টার’ নামটা থেকে অবশেষে বেরিয়ে আসতে পেরেছেন মোস্তাফিজ।

উইন্ডিজের বিপক্ষে মোস্তাফিজের পারফরম্যান্স দেখে বিশ্লেষকদের মনে হচ্ছে, অবশেষে ঘুম ভেঙেছে এই পেসারের।  পেস বোলিং কোচ ওটিস গিবসনের দেখিয়ে দেওয়া পথে চলছেন তিনি।

বিষয়টি নিয়ে মোস্তাফিজের সাধনা করারই কথা।  কারণ এক কাটারে আর কতো? ক্যারিয়ারের শুরুতে কাটার দিয়েই ক্রিকেট দুনিয়ায় কাঁপন ধরিয়েছিলেন তিনি।  কিন্তু সময়ের পরিক্রমায় তার সেই কাটারে অভ্যস্ত হয়ে পড়েন ব্যাটসম্যানরা।  মোস্তাফিজের কাটার লেগ সাইডে খেলা বন্ধ করে দিলেন ব্যাটসম্যানরা।  গতি মেশানো বলগুলো অফ সাইডে ঠেলে খেলা শুরু করলেন।  উইকেটরক্ষক আর স্লিপে যেন ক্যাচ না চলে যায়-শুধু একটি বিষয় মাথায় রেখেই মোস্তাফিজের বল মোকাবিলা শুরু করেন ব্যাটসম্যানরা।  তাতে সফলও হয় তারা।  উইকেটও কমে যেতে শুরু করে।

তবে বর্তমানে মোস্তাফিজের বোলিংয়ে নতুনত্বে অবশ্যই ব্যাটসম্যানদের ভয় বাড়িয়ে দেবে।  এখন থেকে শুধু উইকেটের পেছনে ক্যাচই নয়, বোল্ড আর এলবিডব্লিউ আউটের ভয় নিয়েও তার বল মোকাবিলা করবে ব্যাটসম্যানরা।

অর্থাৎ শুধু একটা বলের কারণেই ‘কাটার মাস্টার’ নামটা মুছে দিচ্ছেন মোস্তাফিজ।  এখন থেকে তিনি আর শুধুই ‘কাটার মাস্টার’ নন।

আরও খবর

Sponsered content

Powered by