দেশজুড়ে

কাল থেকে লক্ষীপুর লকডাউন

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৫:৪৯:১১ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর প্রতিনিধিঃ করোনা সংক্রমণ রোধে লক্ষীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬ টা থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। অনির্দিষ্টকালের জন্য এই লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ লক্ষীপুর প্রবেশ এবং বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। উপজেলা থেকে উপজেলায় যাতায়াতও বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে। শনিবার লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টস কর্মীর শরীরে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। দু’দিন আগে তার করোনা পরীক্ষার জন্য চট্রগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। এ ছাড়া জরুরি যানবাহন  ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে পারবে না। মানুষজনকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য কাজ করবে যৌথবাহিনী।

আরও খবর

Sponsered content

Powered by