রাজশাহী

কাহালুতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২১ , ৬:৩৯:৩৯ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

লকডাউনের ১ম দিন শুক্রবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়ার কাহালু পৌরসভাসহ দূর্গাপুর ও মালঞ্চা ইউনিয়নে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাহালু থানা পুলিশকে সঙ্গে নিয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে লকডাউনের ১ম দিনে ২৭টি মামলায় ২৭ জনের ১৯ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-সার্কেল) আহমেদ রাজিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, এস আই রেজাউল করিম, মেহেদী হাসান প্রমুখ। উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

 

Powered by