খুলনা

কুষ্টিয়ায় এ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৮:০৬:৩৮ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিঃ (এমসিকিউ) পরীক্ষায় উর্ত্তীণ আইন শিক্ষানবীশদের এ্যাড. হিসাবে তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্বর বঙ্গবন্ধু মুর‌্যালে সামাজিক দূরত্ব বজায় রেখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানবন্ধনে তারা বলেন, বার কাউন্সিলের এ্যাড. তালিকাভুক্তির পরীক্ষা গত ২০১৩ সালের পর থেকে একটানা ৩ বৎসর ধরে এ্যাড. হিসাবে তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের অপেক্ষায় জীবনের অনেক মূল্যবান সময় অতিবাহিত হয়েছে। তাই এই সংকটময় পরিস্থিতিতে যারা ২০১৭ এবং ২০২০ সালে প্রিলিঃ (এমসিকিউ) পরীক্ষায় অত্যান্ত তীব্র প্রতিযোগিতার মাধ্যমে আনুমানিক প্রায় ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে মাত্র ১২৮৭৮ জন উর্ত্তীণ হয়েছে এবং তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় অতি সত্তর অবশিষ্ট পরীক্ষাগুলো সম্পন্ন করে তাদেরকে এ্যাড. হিসেবে তালিকাভুক্তির জন্য অনুরোধ জানান।

আরও খবর

Sponsered content

Powered by