খুলনা

কুষ্টিয়ায় সিরিজ বোমা হামলা দিবসে আলোচনা সভা

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৭:২৭:১২ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেট ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সদর উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী। ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে জঙ্গি-সন্ত্রাসীগোষ্ঠী দেশের ৬৩টি জেলার প্রায় পাঁচ শতাধিক স্থানে একযোগে সিরিজ বোমা হামলা পরিচালনা করে। ঘৃণ্য ও নারকীয় বোমা হামলার এই দিনটিকে প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী’ দিবস হিসেবে পালন করেছে। আলোচনা সভায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by