Uncategorized

কুয়াকাটায় ভ্রাম্যমান আদালতে পর্যটকসহ ১০ জনকে জরিমানা

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৯:০১:৪১ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা সৈকত দর্শকদের জন্য উন্মক্তের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে পর্যটকসহ ১৬জনকে আর্থিক জরিমানা করেছেন। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল। এ সময় সচেতনতামূলক প্রচারণাসহ মাস্ক বিতরণ করেন। এসময় মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক পড়ার জন্য সকলকে অনুরোধ করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন কলাপাড়া উপজেলা স্যানিটারী কর্মকর্তা ও মহিপুর থানার এসআই সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, পর্যটকদের জন্য কুয়াকাটাকে উম্মুক্ত করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা মেনে পর্যটকসহ স্থানীয়দের সচেতনতার লক্ষ্যে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content

Powered by