দেশজুড়ে

কুয়েটে কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২০ , ৬:০১:২৮ প্রিন্ট সংস্করণ

কুয়েটে কর্মশালা অনুষ্ঠিত

খুলনা সদর প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে দিনব্যাপী “রোল, রেসপন্সিবিলিটি এন্ড ইথিক্যাল প্রিন্সিপালস অফ ইউনিভার্সিটি টিচার্স” শীর্ষক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত থেকে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান এবং গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম সামদানি ফকির। কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: আবু জাকির মোর্শেদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by