দেশজুড়ে

কেন্দুয়ায় সাড়ে ১৮ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

  প্রতিনিধি ২১ মে ২০২০ , ৮:২১:৪৯ প্রিন্ট সংস্করণ

মজিবুর রহমান, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়ায় করোনার দুর্যোগে ও  আসন্ন ঈদুল ফেতর উপলক্ষে সাড়ে ১৮ হাজার পরিবার পাচ্ছেন নগদ অর্থ ও খাদ্য সহায়তা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত বরাদ্ধ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় এসব খাদ্যসামগ্রী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহদী হাসান জানান, পবিত্র ঈদুল ফেতর ও করোনা মোকাবেলায় কর্মহীন পরিবারের শিশুদের পুষ্টি যোগান দিতে উপজেলায় ৭০০ শিশুকে শিশু খাদ্য হিসেবে আধা কেজি চিনি, ৪শ গ্রাম প্যাকেট গুড়া দুধ,চিড়া ১ কেজি, আধা কেজি মুড়ি,সেমাই এক প্যাকেট ও ১০ কেজি চাউল এবং ৮ হাজার পরিবারকে ১কেজি ডাল, ১প্যাকেট সেমাই ও ১০ কেজি চাউল কেন্দুয়া পৌরসভার মেয়র এবং  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করার জন্যে প্যাকেট করার কাজ হচ্ছে আজকালের মধ্যে তাদের মাঝে হস্তান্তর করা হবে। এবং ঈদের আগেই তা বিতরণ করা হবে। এছাড়া পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ৯ হাজার ৭৫০ জন ব্যাক্তি প্রত্যেকেই পাচ্ছেন নগদ ২৫০০ টাকা।

আরও খবর

Sponsered content

Powered by