আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চ মসজিদে হামলা : ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ১২:১৩:৪৪ প্রিন্ট সংস্করণ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ৫১ জন মুসলিমকে হত্যার ঘটনায় দায়ী ব্রেন্টন হ্যারিসন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে এ রায় দেন আদালত।

২৯ বছর বয়সী অস্ট্রেলিয় এই বন্দুকধারী যুবক প্যারোলে মুক্তির সুযোগও পাবেন না, এমনটাও উল্লেখ করেছেন আদালত।
বিচারক ক্যামেরন মেন্ডার বলেছেন, টারান্টের অপরাধ এতই বিদ্বেষপূর্ণ যে, যাবজ্জীবন কারাদণ্ডও তার জন্য যথেষ্ট নয়। তিনি বলেছেন, এ ঘটনায় নিউজিল্যান্ডের হৃদয়ে প্রচুর ক্ষত ও আঘাত তৈরি হয়েছে।
‘আপনার কাজটি ছিল খুবই অমানবিক’ বলেন বিচারক। তিনি আরও বলেন, ‘আপনি ঠান্ডা মাথায় ভেবেচিন্তে ৩ বছর বয়সী শিশুকেও হত্যা করেছেন, যে তার বাবার পা জড়িয়ে ধরেছিল।’
২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুক নিয়ে গুলি করতে শুরু করে ওই হামলাকারী। শুক্রবারের নামাজের সময় আল নূর মসজিদে তিনি প্রথম হামলা করেন। এরপর গাড়ি চালিয়ে পাঁচ কিলোমিটার দূরের লিনউড মসজিদে গিয়ে আবার হামলা করে আরও মানুষ হত্যা করেন। এ ঘটনায় নিউজিল্যান্ডসহ পুরো বিশ্ব স্তম্ভীত হয়ে পড়ে। টারান্ট ফেসবুকে তার হামলার পুরো দৃশ্য লাইভে দেখাচ্ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by