রংপুর

খানসামায় করোনা প্রতিরোধে ইমামদের ভ‚মিকা ও করণীয় শীর্ষক সভা

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২০ , ৭:৪০:৪১ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ইমামদের ভ‚মিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রায় তিন শতাধিক ইমাম অংশগ্রহন করেন। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে প্রতি ওয়াক্তের নামাজের সময় মুসল্লিদের প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে মসজিদের ইমামদের পরামর্শ প্রদানের আহŸান জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাও. মতিউর রহমান কাছমী, সাধারন সম্পাদক মাও. রফিকল্লাহ মাজহারী, জেলা ইমাম প্রশিক্ষক মাও. হুচাইন আহমদ, মুফতি মমতাজ উদ্দীন প্রমুখ।

Powered by