বাংলাদেশ

গাইবান্ধা-৫ আসনে পুনরায় তফসিল ঘোষণার দাবি জিএম কাদেরের

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৭:৩০:৫০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

গাইবান্ধা-৫ আসনে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আজ সকাল থেকেই প্রায় শতভাগ কেন্দ্রে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীর এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। তারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিয়েছে, আবার ভোট কেন্দ্রের গোপন কক্ষে সন্ত্রাসীরা অবস্থান করে ভোটারের ইচ্ছের বিপক্ষে ভোট দিয়েছে।

এ সব কারণে, ইতোমধ্যে নির্বাচন কমিশন গাাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছে। এজন্য আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা গাইবান্ধা-৫ আসনে তফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।

আরও খবর

Sponsered content

Powered by