ঢাকা

গোপালগঞ্জের কংশুর খালের সংযোগ পুনঃ স্থাপনের নির্দেশনা দিলেন ডিসি কাজী মাহবুবুল আলম 

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৬:৪০:৫৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নে অবস্থিত কংশুর খাল-এর সাথে এমবিআর চ্যানেলের সংযোগস্থল সুইসগেট দ্বারা বহু বছর বন্ধ থাকায় স্থানীয় কৃষি জমির সেচ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ায় উক্ত খাল ও চ্যানেলের সংযোগস্থল খুলে দেওয়ার জন্যে স্থানীয় জনসাধারণের গণদাবির প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্যে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলার সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দের একটি প্রতিনিধি দল অত্র স্থল সরেজমিনে পরিদর্শন করেন।
বর্তমান প্রেক্ষাপটে জনস্বার্থে বন্ধ খালের সংযোগটি পুনঃ স্থাপন অতিব জরুরী হওয়ায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বন্ধ খালের সংযোগটি পুনঃ স্থাপনের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি সহ ওই এলাকায় উৎপাদিত পণ্য সমূহ নৌপথে আনা-নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানাগেছে।

এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়ের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু কুমার রায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ
সহ বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by