ঢাকা

গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ৮:৫১:৩০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) স্থানীয় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে বিকাল ৩ টায় টুঙ্গিপাড়া উপজেলা বনাম গোপালগঞ্জ সদর উপজেলা দলের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়। জে. কে. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিরতির আগে গোপালগঞ্জ সদর উপজেলা ২ গোলে এগিয়ে থাকে। বিরতির পর গোল শোধ করে খেলায় সমতা ফেরাতে টুঙ্গিপাড়া উপজেলার খেলোয়াড়রা শত চেষ্টা করেও ব্যর্থ হন। ফলশ্রুতিতে টুঙ্গিপাড়া উপজেলা
২—০ গোলে গোপালগঞ্জ সদর উপজেলার নিকট পরাজিত হয়।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোহাইমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, জে. কে. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ্ব কামরুজ্জামান কামাল সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম ফোরকান বিশ্বাস, পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু প্রমুখ।

পরে প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিজয়ী দলকে ১ লক্ষ টাকার চেক, কাপ ও মেডেল এবং রানার্স আপ দলকে ৫০ হাজার টাকার চেক, কাপ ও মেডেল বিতরণ করেন। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন জে.কে পলিমার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।

আরও খবর

Sponsered content

Powered by