ঢাকা

গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদ্রাসার নায়েবে মুহতামিম হলেন মুফতি উসামা আমিন

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৮:১২:০৩ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপাগঞ্জ প্রতিনিধিঃ

দেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসায় উস্তাদদের মজলিসে সর্বসম্মতিক্রমে মুফতি উসামা আমিন হাফিজাহুল্লাহকে জামেয়ার নায়েবে মুহতামিম ঘোষণা করা হয়।

রোববার (২৭ নভেম্বর) মজলিস চলাকালে জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম সাহেব হাফিজাহুল্লাহ (বাঁশবাড়িয়া বড় হুজুর) এর প্রস্তাবে ঢাকার হুজুরসহ সমস্ত উস্তাদদের সর্বসম্মতিক্রমে গওহরডাঙ্গা জামেয়ার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব জামেয়ার মুহাদ্দিস মুফতি উসামা আমিনকে নায়েব ঘোষণা করেন। সিদ্ধান্ত শুনে সবাই উচ্চস্বরে শুকরিয়া আদায় করেন ও আগামিতেও মাদ্রাসার সার্বিক উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে মাদ্রাসার শাইখুল হাদিস ও নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করছেন উস্তাজুল আসাতিজা আল্লামা আঃ রউফ (বারাকাল্লাহু ফি হায়াতিহী) ঢাকার হুজুর। হুজুরের বার্ধক্যের কারণে আরো একজন নায়েবে মুহতামিম নির্ধারণ করা হলো। হুজুর যতদিন আছেন ততদিন হুজুরও এ দায়িত্বে থাকবেন বলে সিদ্ধান্ত হয়।

মজলিসে আরো উপস্থিত ছিলেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুর সাহেব (রায়েন্দা হুজুর) মাওলানা হাসমতুল্লাহ সাহেব কোদালিয়া হুজুর, মুফতি নূরুল ইসলাম নাজেম সাহেব হুজুর, মাওলানা আব্দুল হান্নান মিঠারকুলী হুজুর, মাওলানা বশির আহমেদ বাঁশবাড়িয়া ছোট হুজুর, মুফতি শিহাবুদ্দীন তারাইল ফুকরা হুজুর, মুফতি মোস্তফা কাশেম ভবানীপুরী হুজুর, মাওলানা রেজাউল হক বোর্ডের হুজুর, মুফতি তাসনিম মাদারীপুরী হুজুর, হাফেজ আবুল হাসানাত বড় হাফেজ সাহেব, মাওঃ মানসূরুল হক টেকেরহাটী হুজুর, মুফতি মুহাম্মাদুল্লাহ শরসপুরী হুজুর, মাওঃ যোবায়ের হুসাইন মোল্লাহাটি হুজুরসহ জামেয়ার সকল আসাতাজায়ে কেরাম। পরে হুজুরের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় উপস্থিত সকলে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন।

আরও খবর

Sponsered content

Powered by