রাজশাহী

সিরাজগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২২ , ৭:৫৪:৩৬ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে ১৪ ডিসেম্বর ২০২২ শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদর, আলশামস মিলিতভাবে জাতীর শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। সিরাজগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক কর্মসুচী গ্রহন করে। এরই ধারাবাহিকতায় বুধবার ( ১৪ ডিসেম্বর) সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট কোর্ট চত্বরে শহীদ বেদী “সুবর্ণ অহংকার” এ শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপি এম ( বার) জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপি এম ( বার), জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ গনপতি রায়, রাজস্ব মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট বিমল কুমার দাস,চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রী এর সভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দীন আহমেদ, সংরক্ষিত সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা ( ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি এস এম মোঃ রকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম নূর রেজা দিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিএ নূরনবী খান জুয়েল।

এস.এম আল আমিন
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪.১২.২২

আরও খবর

Sponsered content

Powered by