দেশজুড়ে

গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় শালীহর গণহত্যা দিবস পালিত

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২২ , ৬:৫১:৪৪ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গৌরীপুরে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে ২১ আগস্ট (রবিবার) শালীহর গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেনসহ আরো অনেকে। এছাড়াও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ছোটন,রাজিবসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনায় বক্তারা নতুন প্রজন্মের কাছে এই দিনটির সঠিক ইতিহাস ও গুরুত্ব তুলে ধরার উপর জোর দেন।

উল্লেখ্য যে, ১৯৭১ সালের এই দিনে পাক-বাহিনী ও তাদের দোসররা বাড়ি থেকে ধরে নিয়ে ব্রাশফায়ারে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের ১৪ নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। পরে সেখানেই নিহত গ্রামবাসীদের কবর দেওয়া হয়।
ওই সময় নিহত গ্রামবাসীরা হচ্ছেন- মোহিনী কর, জ্ঞানেন্দ্র মোহন কর, যোগেশ চন্দ্র পন্ডিত, নবর আলী, ক্ষিরদা সুন্দরী, শচীন্দ্র চন্দ্র দাস, তাড়িনী মোহন দাস, কৈলাশ চন্দ্র দাস, শত্রুঘন দাস, রামেন্দ্র চন্দ্র দাস, কর মোহন সরকার, দেবেন্দ্র চন্দ্র দাস ও কামিনী মোহন দাস।

স্বাধীনতার পর থেকে প্রতি বছর এ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও গ্রামবাসীর উদ্যোগে এ বধ্যভুমিতে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শালিহর গণহত্যা দিবস পালন করা হয়ে থাকে। সম্প্রতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে শহীদদের স্মরণে এখানে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়। এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

আরও খবর

Sponsered content

Powered by