বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ-পানি বন্ধ হলে কী হবে ভাবা উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ৬:২১:২৪ প্রিন্ট সংস্করণ

গ্যাস-বিদ্যুৎ-পানি বন্ধ হলে কী হবে ভাবা উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সরকারকে অসহযোগিতা করার কর্মসূচির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল না দিলে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যা করে, তাদের (বিএনপি) জন্যও সেটাই করবে। আর সেটি করলে কী হবে, সেটিও তাদের (বিএনপির) চিন্তায় নেওয়া উচিত।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে সরকারকে অসহযোগিতা করা এবং জনগণকে সব প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার আহ্বান জানানো হয়। আজ দুপুর সাড়ে ১২টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এ আহ্বানের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘যারা ‘অসহযোগ’ করবেন, তাদের বাসা থেকে যদি বিদ্যুৎ চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়, যেহেতু ওনারাই চাচ্ছেন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে, তাহলে কী হবে? তারা কি সেটি বুঝতে পারছেন?’

তিনি বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল না দিলে ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যা করে, তাদের জন্যও সেটাই করবে। তাহলে কী হবে? সেটিও তাদের চিন্তায় নেওয়া উচিত।’

আসাদুজ্জামান খান বলেন, ‘এ দেশের জনগণ তাদের চেনে। এসব ডাকে জনগণ কোনো দিনই রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) দেখাননি। আমার মনে হয়, জনগণ সময়মতো ভোট দেবেন এবং নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন উপহার দেবে।’

আরও খবর

Sponsered content

Powered by