দেশজুড়ে

ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৭:২৫:৩১ প্রিন্ট সংস্করণ

এম.নুরুদ্দোজা,চকরিয়াঃ বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। করোনার ছোবল থেকে পৃথিবীর কোনো দেশই এখন মুক্ত নয়। যেখানে উন্নত দেশগুলো করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। দেশে দেশে করোনার প্রাদুর্ভাবে এক মহাসংকটের সৃষ্টি করেছে।বাংলাদেশের ও বাড়ছে দিন দিন করোনা রোগীর সংখ্যা।তেমনি প্রবাসী ভাইয়েরা তাদের পরিবার নিয়ে নানা রকম দুশ্চিন্তা ও আতংকে আছেন। এছাড়া খাদ্য সংকটে ভুগছেন অনেকেই পরিবার।প্রবাসীদের দুর্দশার কথা চিন্তা করে এবং অসহায় প্রবাসীদের পরিবারে পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কক্সবাজারের  চকরিয়া পৌরসভার মাননীয় মেয়র আলমগীর চৌধুরী।তিনি নিজে গিয়ে তাদের ঘরে এই খাদ্য সামগ্রী  তুলে দিচ্ছেন।খাদ্য সামগ্রী মধ্যে ছিল ১০ কেজি চাল,২ কেজি পেয়াঁজ,১ লিটার সয়াবিন তেল,১ কেজি ডাল,২ কেজি আলু,১ টি সাবান।

চকরিয়া পৌরসভার মাননীয় মেয়র আলমগীর চৌধুরী বলেন, বিশ্বের মানুষ আজ মহাসংকটে, তাই আমার ক্ষুদ্র প্রয়াসে প্রবাসী ভাইদের বাড়ির কথা চিন্তা করে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। সবার প্রতি বিনীত অনুরোধ এই মহাসংকটে বিত্তবানরা এগিয়ে আসুন ।

 

আরও খবর

Sponsered content

Powered by