দেশজুড়ে

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ফেসবুক বিজনেসে চমক

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৩৯:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজ প্রতিষ্ঠানের লোগো ও স্বত্ত্বাধিকারী জান্নাতুন নাঈম

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

বেশ কয়েক বছর ধরে দেশে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে পণ্য বেচাকেনা । প্রতিনিয়ত মানুষের চাহিদা যেমন বাড়ছে, তা পরিবর্তনও হচ্ছে রীতিমত । সে চাহিদা মেটাতে সৌখিন ও পোশাক সচেতন মানুষের জন্য নিত্যনতুন পছন্দসই পণ্য আনছে অনলাইন হাউজগুলো । আর সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষত ফেসবুককে ব্যবহার করে নতুন ধারণা নিয়ে আসছে এফ-কমার্স তথা ফেসবুক কমার্স ।

অনলাইন দুনিয়ার হাজারো সাইটের ভিতরে কেবল ফেসবুকে বিজনেস পেইজ বা গ্রুপ খুলে ব্যবসা গড়ে উঠছে এটার মাধ্যমে । ডিজিটাল মার্কেটিংয়ে নতুন নতুন ধারণা আসছে, সব ধারণার সাথে মানুষ পরিচিত না হলেও ফেসবুক সব মানুষের কাছে এখন চেনাজানা ।

আর ফেসবুকে নান্দনিক সব ডিজাইনের একটি জনপ্রিয় নাম “নাঈমস কালেকশন”। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী জান্নাতুন নাঈম বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন । তিনি জানান হঠাৎ করেই কোন পরিকল্পনা ছাড়া শখের বসে অল্প কিছু পুঁজি দিয়ে অনলাইন বিজনেস শুরু করেন। ধীরে ধীরে বিজনেস বড় করেন। এখন স্বপ্ন তার অনেক দূর যাওয়ার। আর এই শখটিকেই পুরোপুরিভাবে পেশা হিসেবে নিতে চান ভবিষ্যতে।

অনলাইন বিজনেস বর্তমানে জনপ্রিয় হয়ে উঠলেও বিশ্বস্ততা, পণ্যের গুণাগুণ এবং সঠিক পরিচালনার অভাবে হারিয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। তাই এসব কথা মাথায় রেখে দৃঢ় অবস্থানে ২০১৬ সাল থেকে সর্বোচ্চ সেবা দিয়ে আসছে ‌‌‍‌”নাঈমস কালেকশন”।

শুরুর দিকে অনেক ধরণের প্রতিবন্ধকতা থাকলেও দমে যান নি নাঈম । জানালেন নিজের অদম্য ইচ্ছার ফল পাচ্ছেন এখন । বছর পাঁচেক আগে কেবল ২৭০০টাকা নিয়ে শুরু করা সে যাত্রা এখন বেশ মসৃণই । তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠানের আয় দাড়িয়েছে এখন লক্ষাধিক । গন্তব্য যে আরো দূরে সে প্রত্যয় ব্যক্ত করলেন তিনি । লক্ষ্যে পৌঁছানোর জন্য দোয়া এবং শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি । নাঈমের প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যাবে ফেসবুকের এই ঠিকানায় https://www.facebook.com/naeemscollection/

আরও খবর

Sponsered content

Powered by