দেশজুড়ে

চট্টগ্রাম নগরীতে লকডাউন হল ২০ কাঁচাঘর ও ৭ ভবন

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৩:৫৬:৫৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো : ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে চট্টগ্রাম নগরীতে নতুন করে জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সোমবার রাতে তথ্য প্রকাশের পর রাত থেকে ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ২০টি কাঁচাঘর ৭টি ভবন লকডাউন করা হয়

কাঁচাঘর ভবন লকডাউন করার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)’ উপকমিশনার আব্দুল ওয়ারিশ

তিনি বলেন, নতুন করে শনাক্ত হওয়া জনের মধ্যে একজন ্যাব সদস্য একজন পুলিশ সদস্য রয়েছে যারা আগে থেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইন ছিলেন তাদের কোন ঘর বা ভবন লকডাউন করা হয়নি অন্য যারা করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার আগে বিভিন্ন জনের সংশ্পর্শে এসেছেন এমন ২৭টি কাঁচাঘর ভবন লকডাউন করা হয়েছে

এর মধ্যে নগরীর ইফিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় ৫টি, চকবাজারে ১টি পাহাড়তলীতে একটি ভবন মিলে মোট ৭টি ভবন লকডাউন করা হয় তাছাড়া নগরীর কর্ণফুলীতে ২০টি কাঁচাঘর লকলাউন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন

আরও খবর

Sponsered content

Powered by