দেশজুড়ে

চারঘাটে গম সংগ্রহ কার্যক্রম শুরু

  প্রতিনিধি ১৭ মে ২০২০ , ৭:৪৭:৫৬ প্রিন্ট সংস্করণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় অভ্যন্তরীণ গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে উপজেলা খাদ্য বিভাগ আয়োজনে চারঘাট খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা এর সভাপতিত্বে অভ্যন্তরীণ গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ফকরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আলমাছ উদ-বিল হক, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা এমাজ উদ্দিন, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা প্রকৌশলী অফিসের কার্যসহকারী ফারুক হোসেন ও গমচাষীবৃন্দ।
এবিষয়ে ইউএনও সৈয়দা সামিরা বলেন, উপজেলার প্রত্যেক কৃষকের নিকট থেকে গম ৩ টন করে সরকারী নির্ধারিত মূল্যে ২৮ টাকা দরে ১হাজার ২শত ১৯ মেট্রিকটন গম ক্রয় করতে পারবেন বলে জানান।

আরও খবর

Sponsered content

Powered by