রংপুর

চিরিরবন্দরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৩৯:১২ প্রিন্ট সংস্করণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষের হলরুমে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এসব অনুদান তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক ও সহকারী কমিশনার এমদাদুল হক শরীফ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লায়লা বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়বুর রহমান শাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.জিএম সারোয়ার হোসেন, কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর থানা অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by