আন্তর্জাতিক

চীনকে ঠেকাতে বঙ্গোপসাগরে ৫ দেশের নৌমহড়া

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২১ , ১০:০৬:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বঙ্গোপসাগারে আগামী সপ্তাহে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ দেশের নৌমহড়ায় ভারতও অংশ নিচ্ছে।

চীনের প্রভাব মোকাবিলায় গঠিত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত এই চার দেশের জোট কুঅড প্রথমবারের মতো নৌমহড়া দিতে যাচ্ছে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌনিরাপত্তা বাড়াতে এমন উদ্যোগ বলে তারা জানিয়েছে। জাপানের নিক্কেই এশিয়া এমন খবর দিয়েছে।

এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে লা পেরুজ। অষ্টাদশকের ফরাসি নৌকর্মকর্তা ও অভিযাত্রী ছিলেন লা পেরুজ। এর আগে ২০১৯ সালের নৌমহড়ায় ভারত ছিল না।

নয়াদিল্লিতে অবস্থিত ফরাসি দূতাবাস জানায়, সোমবার থেকে তিনদিনের এই মহড়া শুরু হবে। এখানে পাঁচটি সমমনা শক্তিশালী দেশ তাদের দক্ষতা বাড়াবে।

১২ মার্চ কোয়াড নেতারা ভার্চুয়ালি এক মতবিনিময় করেন। এশিয়ার ভূরাজনীতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ।

এরপর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ভারত সফর করেন। এরপর জাপান ও দক্ষিণ কোরিয়াতেও যান তিনি।

নভেম্বরে ইন্দো-প্রশান্ত সাগরে ফ্রান্সের সঙ্গে মহড়ার ব্যাপারে চুক্তি করে কোয়াড।

নিউজ পোর্টাল ডিফেন্স ক্যাপিটাল এর বিশ্লেষক এনসি বিপিন্দ্র বলেন, কোয়াড দেশের এই এক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই চীন এর ওপর নজর রাখবে।

আরও খবর

Sponsered content

Powered by