রাজশাহী

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ৪:৫১:১৬ প্রিন্ট সংস্করণ

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ে এক গণতান্ত্রিক সংলাপ বৃহস্পতিবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটজ্ বাংলাদেশের অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক একরামুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা। এতে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখা হয়। সামাজিক দূরুত্ব বজায় রেখে অনুষ্ঠিত সংলাপে আরও অংশগ্রহণ করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কা ন চন্দ্র দেবনাথ, সংস্থাটির এসসিএসপিপিডাবিøউআর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান, ফিল্ড অফিসার ভানু রাণী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by