রাজশাহী

চৌহালীর ৪৭ কোটি টাকার বাঁধ নির্মাণকাজ পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ৬:৪৯:২৯ প্রিন্ট সংস্করণ


চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফ মল্লিক। শনিবার দুপুরে তিনি চৌহালী উপজেলার চরসলিমাদের ভুতের মোড়, সম্ভুদিয়া ও টাঙ্গাইলের নাগরপুরের অংশে ভাঙন রোধে ৪৭ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন স্থায়ী বাঁধের কাজও ঘুরে দেখেন। এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ও নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান ও সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলভ মিল্টন হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফ মল্লিক সাংবাদিকদের বলেন, যথাযথ নিয়ম মেনে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে। মাঝ খানে শ্রমিক সংকটে কিছুটা ধীরগতি ছিল। তবে এলাকা রক্ষায় শক্তিশালী এ বাঁধের কাজ দ্র“তই পুরোদমে শুরু হবে। বাঁধ নির্মানে কারও উদাসিনতা বা গাফিলতি চলবে না। এই বিশাল জনপদকে রক্ষায় যথাসময়ে কাজ শেষ করতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by