খেলাধুলা

ছাদখোলা বাসে অসুস্থ ঋতুপর্ণা, নেওয়া হলো হাসপাতালে

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৭:১২:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে রওয়ানা দিয়েছে নারী সাফ চ্যাম্পিয়নরা। তবে ছাদখোলা বাসে উদ্‌যাপন করতে থাকা ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণা চাকমা অসুস্থ হয়ে পড়েছেন। তার কপালে তিনটি সেলাই লেগেছে।

সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় ঋতুপর্ণার কপালে কাঠের বা ধাতব কিছুর খোঁচা লাগে। তাতেই কেটে গিয়ে কপাল থেকে রক্ত বের হতে থাকে তার। তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে বহরের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সে ঋতুপর্ণাকে সিএমএইচে নেওয়া হয়। কপালে তিনটি সেলাই লেগেছে তার।

এর আগে আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা ৪০ মিনিটে চ্যাম্পিয়নদের বহনকারী বিমান অবতরণ করে। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও অন্য কর্তারা সাবিনা-মারিয়া-কৃষ্ণাদের বরণ করে নেন।

তবে বাসে থাকা ঋতুপর্ণা ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন। পরে টিম বাস থেকে তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জল।

আরও খবর

Sponsered content

Powered by