আন্তর্জাতিক

জার্মানিতে বিনোদনের জন্য গাজা বৈধ করছে সরকার

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৩:৫৮:৪৪ প্রিন্ট সংস্করণ

জার্মানিতে বিনোদনের জন্য গাজা সেবন বৈধ করতে যাছে দেশটির সরকার। ইতোমধ্যে এই সংক্রান্ত একটি বিল মন্ত্রিসভায় পাস হয়েছে। গতকাল বুধবার মন্ত্রিসভায় এই বিল পাস হয়।

তবে এখনও এটি পার্লামেন্টে পাস হতে হবে। পাস হলে প্রাপ্তবয়স্করা ২৫ গ্রাম করে গাজা সেবনের বৈধতা পাবেন। এ ছাড়া তিনটি গাজা গাছ চাষ ও ক্যানাবিস ক্লাবে সেবনের অনুমতিও পাবে তারা।

জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কেলাজের বামপন্থী সরকার আশা করছে এই আইনে ফলে কালোবাজারিদের দৌরাত্ম কমবে, দূষিত গাজা সেবন বন্ধ হবে ও বিচার ব্যবস্থায় চাপ কমবে।

বিলটি পাস হলে ইউরোপে গাজা সংক্রান্ত শিথিল মনোভাবের অন্যতম দেশ হবে জার্মানি।

তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধী দল। তার বলছেন, এই আইনে বিচারব্যবস্থায় চাপ আরও বাড়বে। 

ইউরোপের প্রথম দেশ হিসেবে ২০২১ সালের শেষের দিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য সীমিত চাষ এবং গাঁজা রাখার অনুমতি দেয় মাল্টা। এছাড়া ২০১৭ সাল থেকে অনেক দেশ সীমিত ওষুধের উদ্দেশ্যে গাঁজাকে বৈধ করেছে৷ কেউ কেউ এর সাধারণ ব্যবহারকে অপরাধমুক্ত করেছে৷

তবে চলতি বছর মার্চ মাসে জাতিসংঘের মাদকদ্রব্য পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, গাঁজার বিনোদনমূলক ব্যবহারকে বৈধ করার জন্য সরকারের পদক্ষেপের ফলে সেবন এবং গাঁজা-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা বেড়েছে।

আরও খবর

Sponsered content

Powered by