রাজশাহী

নিয়ামতপুরে করবস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২১ , ৭:১৯:২৬ প্রিন্ট সংস্করণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান তোতাসহ স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে এ মানববন্ধন করে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। দুপুরে নিয়ামতপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, স্থানীয় বসবাসকারী আদিবাসীরা চন্দননগর এলাকায় বংশ পরম্পরা একটি খাস জমিতে মরদেহ সৎকার করে আসছিলেন। হঠাৎই সেই জায়গায় প্রভাবশালী আ.লীগ নেতা দখলে নিয়ে মাটি কেটে পুরোনো অধিকাংশ কবরগুলো ধ্বংস করে দেয়। এছাড়া আদিবাসীদের কেউ মারা গেলে সেখানে সৎকারে বাধা দেয় প্রভাবশালীরা। এতে সৎকার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষ। আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন।

 

আরও খবর

Sponsered content

Powered by