বিনোদন

“জীবনঢুলী” গোয়া আন্তর্জাতিক চলচিত্র উৎসবে আমন্ত্রিত

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২০ , ১:৪৯:৫৩ প্রিন্ট সংস্করণ

“জীবনঢুলী” চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ

এএমসি শাহরিয়ার:

তানভীর মোকাম্মেল পরিচালিত “জীবনঢুলী” চলচ্চিত্রটি ১৬ই থেকে ২৪শে জানুয়ারী ভারতের গোয়াতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “৫১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যল অব ইন্ডিয়া”-তে আমন্ত্রিত হয়েছে। ২০২১ সাল হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০তম বার্ষিকী। সে উপলক্ষ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত “জীবনঢুলী” চলচ্চিত্রটিকে গোয়া চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। “জীবনঢুলী” চলচ্চিত্রটির সাথে ছবিটির শিল্প নির্দেশক ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ এবং ছবিটির কাস্টিং ডিরেক্টর ও পোষাকের দায়িত্বপালনকারী অভিনেত্রী চিত্রলেখা গুহ গোয়া চলচ্চিত্র উৎসবটিতে অংশগ্রহন করবেন। ।

উল্লেখ্য, “জীবনঢুলী” চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহীদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, উত্তম গুহ, প্রাণ রায়, মৃণাল দত্ত, ইকবাল হোসেন, রিয়াজ, মাহমুদ জুয়েল।

এছাড়া গোয়া চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্যানোরমা বিভাগে তানভীর মোকাম্মেল পরিচালিত “রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ছবির পরিচালক তানভীল মোকাম্মেল ও ছবিটির সম্পদক মহাদেব শী গোয়া চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন।

সূত্র: বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট

আরও খবর

Sponsered content

Powered by