দেশজুড়ে

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতে ২৩ জনকে জরিমানা

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৪:৫২:১৬ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ঝালকাঠি জেলা শহর এলাকায় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কঠোর নজরদারি ব্যবস্থা করেছেন, জরুরি প্রয়োজন ছাঁড়া ঘরের বাহিরে বের হওয়ায় এবং নিয়ম লঙ্ঘন করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে ৭২ হাজার টাকা জরিমানা করেছেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তারা অর্থদন্ড প্রদান করেন। এছাঁড়া বিনা কারণে শহরে ঘোরাঘুরি করার জন্য কয়েকজনকে রোদে দাড় করিয়ে শাস্তি দেয় সেনাবাহিনী।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ( এনডিসি ) আহমেদ হাসান বলেন, করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে প্রতিদিনই আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের কর্মকর্তারা বলেন দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে লোকজনকে নিরাপদে ঘরে রাখাই আমাদের একমাত্র লক্ষ্য, কিন্তু নিয়ম ভেঙ্গে অনেকেই অকারণে ঘোরাঘুরি করেন এবং অনেকে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলে বেচাকেনা করছেন তাদেরই জরিমানা করা হচ্ছে

আরও খবর

Sponsered content

Powered by