বরিশাল

ঝালকাঠির রাজাপুরে মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ২:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের কেন্দ্রীয় দূর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদ ও রক্ষার দাবীতে মানববন্ধন করেছে সনাতন হিন্দু সম্প্রদায়।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নারায়ণ চন্দ্র দে কবিরাজ বাড়ী মন্দির কমিটি ও সনাতন সম্প্রদায়।

মনাববন্ধনে বক্তব্য দেন, হিন্দু, বৈদ্য, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিত্তানন্দ সাহা, কবিরাজ বাড়ী দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মিস্ত্রী, কাউখালী শ্রী গুরু সংঘের সভাপতি অনিল চন্ত্র শীল, রাজাপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দেবনাথ, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, শশ্মান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী প্রমূখ।

মানববন্ধন চলাকালে বক্তারা রাজাপুরের জেলখানা সড়কে কেন্দ্রীয় দূর্গা মন্দিরের জমিসহ অন্যান্য দেব-দেবির মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলদারদের হাত থেকে উদ্ধার ও রক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসেনের কাছে দাবী জানান।

আরও খবর

Sponsered content

Powered by