খেলাধুলা

টি-টেন লিগের ড্রাফটে মোস্তাফিজুর রহমান

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৮:০৪:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে তৃতীয় বাংলাদেশি হিসেবে নাম লেখালেন পেসার মোস্তাফিজুর রহমান। এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল ড্রাফটে নাম লেখান।

টি-টেন লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে। তারা লিখে, ‘ব্যাটসম্যানরা সাবধান! ডেভিড উইলি, দুষ্মন্ত চামিরা, মোস্তাফিজুর রহমান, তাব্রিজ শামসি ও টাইমাল মিলস সিজন ৬-এর ড্রাফটে আছে।’

মোস্তাফিজের আগে কখনো টি-টেনে খেলার অভিজ্ঞতা হয়নি। যদিও সাকিব–তামিম খেলেছেন। আর প্লেয়ার্স ড্রাফটে দল পেলে প্রথমবার টুর্নামেন্টটি খেলা হতে পারে কাটার মাস্টারের।

টি–টেন লিগের প্রথম আসরে দল পেয়েছিলেন তিনজনই। যদিও সাকিব–তামিমকে বিসিবি ছাড়পত্র দিলেও মোস্তাফিজ অনাপত্তিপত্র পাননি। সেবার বাংলা টাইগার্স দলে টেনেছিলএই পেসারকে। প্রথম আসরে সাকিব কেরালা কিংসের হয়ে খেলে শিরোপা জিতেছিলেন। পাখতুনসের হয়ে খেলেছিলেন তামিম।

বাংলা টাইগার্সের এবারের দলে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন সাকিব। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। পরামর্শকের ভূমিকায় নাজমুল আবেদীন থাকবেন।

টি-টেন লিগের এবারের আসর আগামী ২৩ নভেম্বর শুরু হবে। যা শেষ হবে ৪ ডিসেম্বর। আর ২৬ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট হবে।

আরও খবর

Sponsered content

Powered by