রংপুর

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের পুষনা উৎসব

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২১ , ৬:২৬:২২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভূমি অধিকার রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পুষনা উৎসব পালিত হয়। মঙ্গলবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইএসডিও’র আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠানে কালিতলা কমিউনিটির সভাপতি পনু ঋষির সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, বিশেষ অতিথি প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, রহিমানপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল হালিম, রাজু বাসফোর, ইএসডিও’র ফোকাল পার্সন শাহ্ মো. আমিনুল হক, ঝর্না বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে আদিবাসী নারী-পুরুষদের অংশগ্রহনে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by