রংপুর

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা মর্জিনা বেগমের ঘর উদ্বোধন

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ৪:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : মুজিব শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার নিজস্ব অর্থায়নে অবশেষে বৃদ্ধা মর্জিনা বেগমের (৭০) পাকা ঘর উদ্বোধন করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ড. কেএম কামরুজ্জামান সেলিম। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বেগুনবাড়ি ইউপির নতুন পাড়া গ্রামে মর্জিনা বেগমের বাড়িতে গিয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু প্রমুখ। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, বৃষ্টিতে ভেঙে গেছে মর্জিনা বেগমের একমাত্র মাটির ঘর এ সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার নিজস্ব উদ্যোগে মর্জিনা বেগমের জন্য এ ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

Powered by