রংপুর

ঠাকুরগাঁওয়ে সন্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২০ , ৪:৩৪:২৮ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার বিকেলে শহরের চৌরাস্তায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাাকুরগাঁও জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী এই সমাবেশে সংগঠনের জেলা সভাপতি অনুপম মনির সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রফেসর মনতোষ কুমার দে, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্বোজ্জা বদর, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, গণসংগীত মঞ্চের সভাপতি মোজাম্মেল হক বাবলু, সাধারণ সম্পাদক মুসা রাখাল, নিশ্চিন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম লিটন, সাধারণ সম্পাদক নূর আলম উজ্বল প্রমুখ অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by